About US

আমি শব্দের ভেতর দিয়ে সময়কে ধরি, পথের গল্প লিখি, জীবনের রঙকে আঁকি আর আইনের দিকনির্দেশনা সহজভাবে তুলে ধরি। লেখালেখি আমার কাছে শুধু প্রকাশ নয়, বরং শেখা আর শোনানোর একটি মাধ্যম। MindSketch-এ আমি চাই পাঠক একসাথে জানুক জ্ঞানের আলো, অভিজ্ঞতার স্পর্শ আর সচেতনতার দিকনির্দেশনা। সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ, চলার পথের ক্যানভাস আর আইন অঙ্গনের অভিজ্ঞতা সমৃদ্ধ সচেতনতা মূলক ভাবনা।
Scroll to Top